১। কোনো
সৃজনশীল কর্মের কপি করে মুনাফা না করে লেখকের নামে প্রকাশ করাকে কী বলে?
ক)
পাইরেটেড কপি খ) কপিলেফট
গ)
ক্রিয়েটিভ কমন্স ঘ)
ফেয়ার ইউজ √
২।
IAD এর পূর্ণরুপ কী?
ক)
Internet Addiction Disorder √
খ)
Internet Addicted Disorder
গ)
Internet Aided Disorder
ঘ)
Internet Access Disorder
৩।
সামাজিক নেটওয়ার্ক থেকে মানুষ কীভাবে অসামাজিক হয়ে যেতে পারে?
ক)
সত্যিকারের বন্ধুদের সাথে সময় দিয়ে
খ)
অনেক বেশি সময় কম্পিউটারে বসে√
গ)
প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে।
ঘ)
অপরিচিতদের সাথে অধিক সময় না দিয়ে।
নিচের
তথ্যের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
হাবিবের
বন্ধুর বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে। তার মা-বাবা মাঝে মাঝে বাসায় না
থাকলে সে কম্পিউটারে একা একা গেম খেলে। এভাবে সে কম্পিউটারের গেম খেলা কিছুতেই
ছাড়তে পারছে না।
৪।
উদ্দীপকে উল্লিখিত সম্যার মতো আরও কী ধরনের সমস্যা হাবিবের বন্ধুর হতে পারে?
ক)
কার্টুনের প্রতি √ খ) খাবারের প্রতি
গ)
খবরের প্রতি ঘ) আড্ডা
দেয়ার প্রতি
৫।
উদ্দীপকের উল্লিখিত হাবিরের বন্ধুর সমস্যা দুর করার জন্য হাবিবের বন্ধুর হতে পারে?
i)
নির্ধারিত সময়ের অতিরিক্ত কম্পিউটার ব্যবহার না করা
ii)
অপরিচিত মানুষকে তার নাম, পরিচয বা ছবি না দেয়া
iii)
সবাই স্ক্রিন দেখতে পারে এমন স্থানে কম্পিউটার ব্যবহার করা।
নিচের
কোনটি সঠিক
ক)
i ও ii খ) i ও iii
গ)
ii ও iii ঘ) i, ii, ও iii √
৬।
আসক্তি বাচ্চাদের কোন ধরনের সম্যা করতে পারে?
ক)
শারীরিক বিকাশ খ) আচরণিক
বিকাশ
গ)
বাচনিক বিকাশ ঘ) মানসিক
বিকাশ √
৭।
মানুষের জীবনযাপনে কত ধরনের সম্পদের প্রয়োজন?
ক)
১ খ) ২ √
গ)
৩ ঘ)
৪
৮।
নিচের কোনটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক নয়?
ক)
টুইটার খ)
লিংকড্ ইন
গ)
সুমাজি √ ঘ) গুগল
৯।
বুদ্ধিবৃত্তিক সম্পদ হচ্ছে-
i)
জামা তৈরি করা
ii)
আবৃত্তি করা
iii)
সিনেমা তৈরি করা
ক)
i ও ii খ) i ও iii
গ)
ii ও iii ঘ) i, ii, ও iii √
১০।
সাধারণভাবে যে কোনো ডকুমেন্ট সংরক্ষণ করলে সেটি কোথায় সংরক্ষিত হয়?
ক)
ডেস্কটপে খ)
ফেভারিট্স ফোল্ডারে
গ)
মাই ডকুমেন্ট ফোল্ডারে ঘ) যে কোনো ফোল্ডারে
১১।
কোনো কিছু পেস্ট করতে কি বোর্ডের কোন বাটন চেপে ধরতে হয?
ক)
Ctrl p খ) Ctrl r
গ)
Ctrl v √ ঘ) Ctrl e
১২।
কোনো ডকুমেন্টের অ্যালাইনমেন্ট মাঝে রাখার জন্য কী বোর্ডের কোন কমান্ড দিতে হয়?
ক)
Ctrl j খ) Ctrl r
গ)
Ctrl i ঘ) Ctrl e √
১৩।
কত সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে?
ক)
১৯৯০ খ)
১৯৯৫
গ)
২০০০ √ ঘ) ২০০৫
১৪।
আশির দশকের মাঝামাঝি থেকে শুরু করে নব্ব্ দশকের শেষের দিক পর্যন্ত বাংলা লেখার
সফ্টওয়ার ১ম সারিতে ছিল
i)
বিজয়
ii)
অভ্রু
iii)
লেখনী
ক)
i ও ii √ খ)
i ও iii
গ)
ii ও iii ঘ) i, ii, ও iii
১৫।
ডকুমেন্টের লেখার আকার ছোটো বড়ো করা অ্যালাইনমেন্ট ঠিক করাকে কী বলে?
ক)
ফরম্যাটিং খ)
সম্পাদনা
গ)
প্রক্রিয়াকরণ ঘ)
ব্যবস্থাপনা
১৬।
ওয়ার্ড প্রসেসরে বিজয় কি বোর্ড সচল করতে কোন কোন বাটন চাপতে হয়?
ক)
Shift Alt B খ) Ctrl Alt B√
গ)
Shift Ctrl Alt B ঘ) F12
১৭।
কে সর্বপ্রথম বাংলা টাইপ রাইটারের জন্র একটি বিজ্ঞানসম্মত কি বোর্ড লে আউট তৈরি
করেন।
ক)
মোস্তফা জাব্বার খ) বিজয়
জব্বার
গ)
অধ্যাপক মুনীর চৌধুরী√ ঘ)
ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৮।
উদ্দীপকে উল্লিখিত সুস্মিতার বড়ো বোন চাকরির আবেদনপত্র পাঠাতে ব্যবহার করতে পারেন।
i)
ডেস্কটক
ii)
ল্যাপটক
iii)
স্মার্টফোন
ক)
i ও ii খ) i ও iii
গ)
ii ও iii ঘ) i, ii, ও iii √
১৯।
উদ্দীপকে উল্লিখিত সুস্মিতার বড়ো বোন চাকরির বিজ্ঞপ্তি তুলনামূলক সহজে পেতে কোনটির
সাহায্য প্রয়োজন।
ক)
পত্রিকা খ)
ইন্টার নেট
গ)
বেতার ঘ)
টেলিভিশন
২০।
ভিডিও শেয়ারিং সাইট কোনটি?
২১।
বর্তমান বিশ্বের সবচেযে জনপ্রিয় শিক্ষা সাইট কোনটি?
ক)
খান একাডেমি খ) বিবিসি
জানালা
গ)
উিইকিপিডিয়া ঘ) ম্যাথ
অলিম্পিয়াড
২৩।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট কোনটি?
২৪।
পরীক্ষার ফলাফল জেনে যাওয়া যায়-
i)
মোবাইল ফোন ব্যবহার করে
ii)
ইন্টারনেট ব্যবহার করে
iii)
টেলিভিশন ব্যবহার করে
ক)
i ও ii √ খ)
i ও iii
গ)
ii ও iii ঘ) i, ii, ও iii
২৫।
ইন্টারনেটের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ কোনটি?
ক)
এনসাইক্লোপিডিয়া খ) উইকিপিডিয়া
গ)
গুগল ঘ) ইউচিউব